গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ইদিলপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়
উপজেলা : গোসাইরহাট, জেলা : শরীয়তপুর।
স্মারক নং- ইদি/ইউপি/গোসাই- ১২/২০২৩ তারিখঃ ২০/০২/২০২৩ ইং
উপস্থিত সদস্যবৃন্দের নাম ও স্বাক্ষর
ক্রমিক নং সদস্যবৃন্দের নাম সদস্য সংশ্লিষ্ট রেজীঃ স্বাক্ষরিত
০১ সুজন দাশ গুপ্ত প্রশাসক ”
০২ আজাদ মিয়া সদস্য ”
০৩ মোঃ মোশারফ হোসেন সদস্য ”
০৪ তরিকুল ইসলাম আকাশ সদস্য ”
০৫ মোঃ মামুন মিয়া সদস্য ”
০৬ মোঃ মাসুম আলম সদস্য ”
০৭ হাচিনা বেগম মহিলা সদস্য ”
০৮ সাইফুল ইসলাম সদস্য ”
০৯ রুমা উপঃ সহঃ কৃষি কর্মকর্তা ”
১০ মোঃ মিজানুর রহমান প্রধান শিক্ষক ”
১১ শিরিন আফরোজ প্রধান শিক্ষক ”
১২ হাফেজ মোঃ আবু বকর ইমাম ”
১৩ মোঃ ইকবাল হোসেন বিআরডিবি ”
১৪ মোঃ আবুল কাশেম এনজিও ”
১৫ আশরাফুল ইসলাম সদস্য সচিব ”
অদ্যকার সভায় সভাপতি সাহেব উপস্থিত সকল সদস্যাগনের সাথে শুভেচ্ছা বিনিময় করার পর সভাপতির আসন গ্রহন করেন।
১নং আলোচ্য বিষয়ঃ অদ্যকার সভায় গত সভার কার্য বিবরণী পাঠ করা হয়।
২নং আলোচ্য বিষয়ঃ অদ্যকার সভায় সভাপতি সাহেব উপস্থিত সকল সদস্যগণের দৃষ্টি-আকর্ষনপূর্বক উল্লেখ করেন যে, ইদিলপুর ইউনিয়নে ২০২২-২০২৩ইং অর্থ বছরে জাটকা আহরণে বিরত থাকা ১৩৪ জন মৎস্যজীবিদের মধ্যে চাউল বিতরণের বরাদ্দ পাওয়া গেছে। উক্ত বরাদ্ধ ইউনিয়ন মানবিক সহায়তা কমিটির মাধ্যমে আলোচান সাপেক্ষে কিভাবে বিভাজন করা যায়, সে সম্পর্কে সভাপতি সাহেব উপস্থিত সকল সদস্যগণকে উন্মুক্ত আলোচনা করতে বলেন। উপস্থিত সকল সদস্যগণ এ বিষয়ে দীর্ঘ সময় ব্যাপক আলাপ আলোচনা করার পর নি¤œ লিখিতভাবে তালিকা প্রস্তুত করার জন্য একমত পোষন করেন। অতঃপর সভার সিদ্ধান্তের অনুলিপি যথাযথ কর্তৃপক্ষের বরাবরে দাখিল করার জন্য সভাপতি সাহেবকে অনুরোধ করা হয়।
সভায় আর কোনো আলোচনা না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সকল সদস্যগণকে ধণ্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস